বেশ কিছু রুশ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং ইউটিউবে বিজ্ঞাপন বন্ধসহ বিভিন্ন অভিযোগে রাশিয়ার একটি আদালত গুগলকে অকল্পনীয় অঙ্কের জরিমানা করেছে। জরিমানার অঙ্কটি এতই বড় যে, তা উচ্চারণ করাও অধিকাংশের পক্ষে সম্ভব হচ্ছে না।
আরবিসির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ অক্টোবর) রাশিয়ার একটি আদালত ১৭টি রুশ টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ (অ্যাক্সেস ব্লক) করার জন্য গুগলকে দুই আনডেসিলিয়ন (২,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০,০০০ অর্থাৎ দুইয়ের পর ৩৬টি শূন্য) রুবল জরিমানা করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে রুবলের দরপতন হলেও ডলারের দরে এই জরিমানার অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ২০৫ ডেসিলিয়ন, ৫৪১ ননিলিয়ন, ৬৭৯ অকটিলিয়ন ডলার।
এই অঙ্কটি পুরো বিশ্বের মোট অর্থনীতির চেয়েও বেশি বলে ধারণা করা হচ্ছে। আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট দেশজ উৎপাদনের মূল্য ১১০ ট্রিলিয়ন ডলার। অথচ গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজারমূল্য প্রায় দুই ট্রিলিয়ন ডলার।
আদালত জানিয়েছে, রায় ঘোষণার নয় মাসের মধ্যে গুগল যদি জরিমানা পরিশোধ না করে, তবে প্রতিদিন ১ লাখ রুবল করে জরিমানা যোগ হবে।
২০২৩ সালে গুগলের মুনাফার ওপর ভিত্তি করে হিসাব করলে এই জরিমানা পরিশোধ করতে ৫৬ সেপ্টিলিয়ন বছরের বেশি সময় লাগবে, যা মহাবিশ্বের বয়সের চেয়েও ৪ ট্রিলিয়ন গুণ বেশি।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউটিউব বেশ কিছু রুশ টিভি চ্যানেল ব্লক করে রেখেছে। একই সময়ে স্পুটনিক, এনটিভি, রোশিয়া ২৪, আরটিসহ এক হাজারের বেশি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়। ৫৫ লাখের বেশি ভিডিও ব্লক করে দেওয়া হয়। ২০২২ সালের মার্চে গুগল রাশিয়ায় বিজ্ঞাপন পরিষেবা বন্ধ এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণকে সমর্থনকারী কনটেন্ট প্রকাশে বাধা দেয়।
আপনার মতামত লিখুন :