বাংলাদেশ শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

লিংকডইন ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তার লঙ্ঘন: আদালতে মামলা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১০:৩৯ পিএম

লিংকডইন ব্যবহারকারীদের তথ্য গোপনীয়তার লঙ্ঘন: আদালতে মামলা

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন একদল ব্যবহারকারী। অভিযোগে বলা হয়েছে, লিংকডইন ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে প্রিমিয়াম গ্রাহকদের ই-মেইল বার্তা, তৃতীয় পক্ষের কাছে শেয়ার করেছে।

এছাড়া, লিংকডইন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং পোস্ট ব্যবহার করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই তথ্য স্বীকার করে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করার কথা জানিয়েছিল তারা।

মামলার দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবহারকারীকে ১ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মামলায় লিংকডইনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন, ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতা আইন এবং ফেডারেল স্টোরড কমিউনিকেশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

লিংকডইন কর্তৃপক্ষ এই অভিযোগগুলো অস্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, মামলাটি ভিত্তিহীন এবং মিথ্যা। ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইল সেটিংস পরিবর্তন করে এআই মডেলের জন্য তথ্য ব্যবহারের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন বলে জানিয়েছে তারা।

এই ঘটনার ফলে লিংকডইনের ব্যবহারকারীদের মধ্যে তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে।

Link copied!

সর্বশেষ :