বাংলাদেশ শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ওপেনএআই কি এআই সুপার এজেন্ট ‘অপারেটর’ আনছে?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:৫৭ পিএম

ওপেনএআই কি এআই সুপার এজেন্ট ‘অপারেটর’ আনছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের বহুল আলোচিত এআই সুপার এজেন্ট ‘অপারেটর’ উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই এজেন্ট জটিল ও বহুমাত্রিক কাজ সহজে সম্পন্ন করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

কী এই এআই সুপার এজেন্ট?
এআই সুপার এজেন্ট বলতে বোঝায় এমন একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার বা প্রোগ্রাম যা বিভিন্ন জটিল কাজ সম্পাদন করতে পারে, এমনকি মানুষের হস্তক্ষেপ ছাড়াই। এটি বিভিন্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণ এবং কাজ করার দক্ষতা রাখে। গুঞ্জন রয়েছে, ওপেনএআই তাদের এই এজেন্টকে ‘অপারেটর’ নামে উন্মোচন করতে পারে।

তবে ওপেনএআই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ নাগাদ এআই সুপার এজেন্ট উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

স্যাম অল্টম্যানের মন্তব্য কী বলছে?
ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি তার এক ব্লগ পোস্টে উল্লেখ করেছেন যে, মানবজাতি এখন একটি নতুন যুগে প্রবেশ করছে, যাকে তিনি ‘ইন্টেলিজেন্স যুগ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী বছরগুলিতে কর্মক্ষেত্রে বিপ্লব ঘটাবে এবং ২০২৫ সালের মধ্যে উৎপাদনশীলতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনবে।

তবে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে স্যাম অল্টম্যান জানিয়েছেন, ওপেনএআই এখনো এআই সুপার এজেন্ট নিয়ে কাজ শুরু করেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, “গুঞ্জন মাত্রা ছাড়িয়েছে। আমরা এআই এজেন্ট নিয়ে কাজ শুরু করিনি এবং এখনই এটি চালু করার কোনো পরিকল্পনা নেই।”

Link copied!

সর্বশেষ :