যুক্তরাষ্ট্রে নানা জল্পনার পর আবার বৈধভাবে কার্যক্রম চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তবে শর্ত হিসেবে আগামী আড়াই মাসের মধ্যে টিকটকের ব্যবসা কোনো মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে। এই ঘোষণার পর থেকে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো টিকটক কেনার প্রতি ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। শুরুর দিকে ইলন মাস্কের নাম শোনা গেলেও এবার টিকটক কেনার দৌড়ে যুক্ত হয়েছে ওরাকল ও মাইক্রোসফট।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওরাকল ও মাইক্রোসফটের সঙ্গে বিনিয়োগকারীদের একটি গ্রুপ টিকটক কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে। চুক্তি হলে টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে চীনা মালিক বাইটড্যান্সের খুব সামান্য অংশীদারত্ব থাকবে। তবে অ্যাপের অ্যালগরিদম, ডেটা এবং সফটওয়্যার আপডেটের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ওরাকল ও মাইক্রোসফটের হাতে।
টিকটক জানিয়েছে যে যুক্তরাষ্ট্রে তাদের সার্ভার নেটওয়ার্ক ইতোমধ্যে ওরাকলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন চুক্তির অধীনে ওরাকল টিকটকের কার্যক্রম তদারকি করবে এবং এ ব্যবস্থার মাধ্যমে চীনা মালিকানা প্রভাব আরও কমানো সম্ভব হবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং অন্যান্য সংস্থা মনে করে, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের মাধ্যমে প্রায় ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর তথ্যের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। তবে টিকটক বরাবরই এ অভিযোগ অস্বীকার করে জানিয়ে আসছে যে, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রেই ওরাকলের ক্লাউড সার্ভারে সংরক্ষিত রয়েছে।
আপনার মতামত লিখুন :