বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

চার্জ ছাড়াই চলবে টেসলা Model PI ফোন, বিশ্বজুড়ে থাকবে ইন্টারনেট সুবিধা!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১২:২৯ পিএম

চার্জ ছাড়াই চলবে টেসলা Model PI ফোন, বিশ্বজুড়ে থাকবে ইন্টারনেট সুবিধা!

টেসলা স্মার্টফোন মডেল পিআই। ছবি: সংগৃহীত

টেসলার স্মার্টফোন নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। এলন মাস্কের প্রতিষ্ঠান এবার বাজারে নিয়ে আসতে যাচ্ছে তাদের প্রথম স্মার্টফোন। যার নাম দেওয়া হয়েছে ‍‍`মডেল পিআই‍‍`। এই স্মার্টফোনে থাকছে সোলার চার্জিং সুবিধা, যাতে ফোনটি চার্জ ছাড়াই চলতে পারবে। এছাড়াও, ফোনে থাকবে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা এবং থাকবে না কোনো নেটওয়ার্ক সমস্যা।

নিউরোলিংক প্রযুক্তি

টেসলা ফোনে আরো থাকছে নিউরোলিংক সুবিধা। নিউরোলিংক হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে মানব মস্তিষ্কের সাথে সংযোগ ঘটানো সম্ভব হবে। এর ফলে ব্যবহারকারী তার চিন্তা দিয়েই ফোন পরিচালনা করতে পারবেন। ফোন স্পর্শ করারও প্রয়োজন হবে না, শুধুমাত্র ভাবনার মাধ্যমে এটি কাজ করবে।

টেসলা স্মার্টফোনের সম্ভাব্য বৈশিষ্ট্য

ডিসপ্লে: টেসলা পিআই ফোনে থাকবে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে, যার পিক্সেল ডেনসিটি হতে পারে ৪৫৮ PPI এবং ১২০Hz রিফ্রেশ রেট। এটি সর্বোচ্চ ১৬০০ নিটস ব্রাইটনেস প্রদান করতে সক্ষম হবে, ফলে উজ্জ্বল আলোতেও ফোনের স্ক্রিন পরিষ্কার দেখা যাবে।

ক্যামেরা: ফোনের পেছনে থাকবে ট্রিপল ক্যামেরা, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য থাকবে ৪০ মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে ডুয়াল-পিক্সেল PDAF, ডুয়াল-টোন ফ্ল্যাশ, HDR এবং সিনেমাটিক মোড। যা দিয়ে রাতের আকাশে তারাভরা দৃশ্য ধারন করা সম্ভব হবে কোনো লং এক্সপোজার ছাড়াই।

চিপসেট এবং পারফরম্যান্স: টেসলা এই ফোনের জন্য নিজস্ব চিপসেট তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‍‍`টেসলা প্রসেসর‍‍`। গ্রাফিক্সের জন্য ফোনে থাকবে টেসলার নিজস্ব জিপিইউ। ফোনে ব্যবহৃত স্টোরেজ হবে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন NVMe প্রযুক্তির।

ব্যাটারি: ফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম। এছাড়াও, এতে থাকবে সোলার চার্জিং প্রযুক্তি, ফলে সূর্যের আলো ব্যবহার করেই ফোনটি চার্জ করা যাবে।

ডিজাইন: ফোনের উচ্চতা, প্রস্থ এবং পুরুত্ব যথাক্রমে ১৫৬.৮ x ৭২.১ x ৭.৬ মিলিমিটার হতে পারে। ফোনের ওজন হবে প্রায় ২৪০ গ্রাম। ফোনের ডিজাইন হবে অত্যন্ত প্রিমিয়াম এবং এটি দেখতে আকর্ষণীয় হবে।

ইন্টারনেট সংযোগ: ফোনে ফাইভ-জি প্রযুক্তির সাথে স্যাটেলাইট কানেকশন থাকবে। যা ব্যবহারকারীদের পৃথিবীর যেকোনো স্থানে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। মাস্কের স্টারলিংক প্রজেক্টের মাধ্যমে এই সুবিধা সম্ভব হবে।

সম্ভাব্য দাম এবং বাজারে লঞ্চ

যদিও টেসলা এখনো আনুষ্ঠানিকভাবে এই ফোন সম্পর্কে কিছু ঘোষণা করেনি, তবে জানা গেছে ফোনটির দাম ৮০০ থেকে ১২০০ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। বাজারে এটি আসার সাথে সাথে স্যামসাং এবং অ্যাপলও চিন্তায় পড়তে পারে বলে অনেকে মনে করছেন। ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই টেসলার এই নতুন স্মার্টফোন বাজারে আসবে। টেসলা এর আগে গাড়ি ও মহাকাশ শিল্পে সফলতা অর্জন করেছে, এবার স্মার্টফোন শিল্পেও তারা সফল হতে পারে বলে অনেকের ধারণা।

Link copied!

সর্বশেষ :