বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

যেকারনে চলমান টেস্টের একাদশ থেকে বাদ পরলেন লিটন দাস

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ১০:৪৮ এএম

যেকারনে চলমান টেস্টের একাদশ থেকে বাদ পরলেন লিটন দাস

লিটন দাস। ছবি: সংগৃহীত

আজ সকালে বাংলাদেশ ক্রিকেট দলের একাদশে হঠাৎ পরিবর্তন দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। নতুন একাদশে মাহিদুল ইসলাম অঙ্কন-কে দলে অন্তর্ভুক্ত করা হলেও অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। এতে অনেকেই ভাবছিলেন হয়তো চোট বা ফর্মহীনতার কারণে তাকে দলে রাখা হয়নি। তবে পরবর্তীতে বিসিবি জানায় আসল কারণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, লিটন দাস তীব্র জ্বরে ভুগছেন। জ্বরের সঙ্গে রয়েছে প্রচণ্ড গা ব্যথা, দুর্বলতা, সর্দি-কাশির মতো উপসর্গ। এই কারণে তাকে চলমান টেস্টের একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিবি ফিজিও বায়েজেদুল ইসলাম নিশ্চিত করেছেন লিটন গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকেই উচ্চমাত্রার জ্বরে ভুগছেন। মঙ্গলবার সকালে দলের পক্ষ থেকে জানানো হয় লিটন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত দলের বাইরে থাকবেন।

বর্তমানে লিটন দলের হোটেল কক্ষে আইসোলেশনে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

Link copied!

সর্বশেষ :