বাংলাদেশ বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দাপুটে জয়, নকআউটে জায়গা নিশ্চিত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৫৩ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের দাপুটে জয়, নকআউটে জায়গা নিশ্চিত

শিরোপা জয়ের লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে জয়ে নকআউটে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের এই মৌসুমের শুরুটা ভালো হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। নতুন নিয়মে শুরু হওয়া লিগ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল লস ব্লাঙ্কোরা। তবে সপ্তম ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব আরবি সালজবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান রদ্রিগো এবং ভিনিসিউস জুনিয়র। অন্য গোলটি আসে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের পা থেকে। যদিও গোল পাননি রিয়ালের আরেক তারকা জুড বেলিংহ্যাম, তবে জোড়া অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বেলিংহ্যামের অসাধারণ অ্যাসিস্ট

রদ্রিগোর দুটি গোলই এসেছে বেলিংহ্যামের পাস থেকে। এর মধ্যে একটি ছিল চোখ ধাঁধানো ‍‍`নো লুক ব্যাকহিল‍‍` পাস, যা সহজেই এই মৌসুমের সেরা অ্যাসিস্টের তালিকায় জায়গা করে নেবে। বেলিংহ্যাম এই জোড়া অ্যাসিস্টের মাধ্যমে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন।

২২ বছর পূর্ণ হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগে মেসির সমান ২৪ গোলে (গোল+অ্যাসিস্ট) অবদান রাখলেন এই ইংলিশ মিডফিল্ডার। মেসি এই কীর্তি গড়েছিলেন ১৭ গোল ও ৭ অ্যাসিস্ট দিয়ে। অন্যদিকে, বেলিংহ্যামের পরিসংখ্যান ১১ গোল ও ১৩ অ্যাসিস্ট।

তালিকায় তৃতীয় বেলিংহ্যাম

তবে এই তালিকায় বেলিংহ্যাম তৃতীয় স্থানে রয়েছেন। তার ওপরে আছেন রিয়ালের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে এবং ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। হলান্ড ২৬ এবং এমবাপ্পে ৩৭ গোলে অবদান রেখে শীর্ষে রয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা

এমবাপ্পে এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না পেলেও মেসি চারবার এবং হলান্ড-বেলিংহ্যাম একবার করে এই শিরোপা জিতেছেন। চলতি মৌসুমে এমবাপ্পে শিরোপা জয়ের দৌড়ে আছেন। তবে রিয়ালের এই দাপুটে পারফরম্যান্স তাদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনাকে জোরালো করেছে।

Link copied!

সর্বশেষ :