বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

নেশনস লিগে রোনালদোর দাপটে পর্তুগালের দারুণ সাফল্য

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৩:৪১ পিএম

নেশনস লিগে রোনালদোর দাপটে পর্তুগালের দারুণ সাফল্য

ক্রিস্টিয়ানো রোনালদো

UEFA নেশনস লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর আরো একটি দুর্দান্ত পারফরম্যান্স। পর্তুগালের হয়ে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছেন তিনি। এই ম্যাচে রোনালদোর এই গুরুত্বপূর্ণ গোল দলের জয় নিশ্চিত করেছে।

ম্যাচের ৩৭তম মিনিটে রোনালদো পর্তুগালের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এর আগে বার্নার্দো সিলভা ২৬তম মিনিটে প্রথম গোলটি করেন। যা পর্তুগালকে আরো এক ধাপ এগিয়ে দেয়। রোনালদোর গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পর্তুগালের হাতে চলে আসে, যেখান থেকে পোল্যান্ড আর ঘুরে দাঁড়াতে পারেনি।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে পর্তুগাল এখন গ্রুপের শীর্ষে রয়েছে। রোনালদো এবং তার সতীর্থদের এমন পারফরম্যান্সে দলটি নিজেদের শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সামনে আরও কিছু চ্যালেঞ্জিং ম্যাচ থাকলেও নেশনস লিগে পর্তুগালের এমন ধারাবাহিক সাফল্য তাদের সামনের ম্যাচগুলোতেও জয়ের জন্য আত্মবিশ্বাসী করে তুলেছে।

 

Link copied!

সর্বশেষ :