সর্বশেষ দল হিসেবে আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে আছেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ। এ তিনজনই বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে খেলছিলেন।
১৫ সদস্যের দলটি চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও খেলবে। আট দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।
গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের দল থেকে ৪টি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আবদুল্লাহ শফিক, ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিমের জায়গায় এসেছেন ফাহিম, ফখর, খুশদিল ও শাকিল।
বিপিএলে রংপুরের হয়ে ৫৯.৬০ গড়ে ২৯৮ রান করা খুশদিল পাকিস্তান দলে ফিরেছেন প্রায় ১৬ মাস পর। বাঁহাতি এ অলরাউন্ডার পাকিস্তানের হয়ে সর্বশেষ টি–টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, সর্বশেষ ওয়ানডে ২০২২ সালের আগস্টে।
পাকিস্তান স্কোয়াড
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।
আপনার মতামত লিখুন :