শীতের রাতে ব্যাডমিন্টন খেলা: আবেগ, বিনোদন ও ঐতিহ্যের মেলবন্ধন
শীতকাল বাংলাদেশের জন্য এক বিশেষ ঋতু। শিশির জমা বৃক্ষরাজি, হিমেল হাওয়া আর ঠান্ডার স্পর্শে এদেশের দিন ও রাতগুলো হয়ে ওঠে মনোমুগ্ধকর। আর এই সুন্দর পরিবেশে দেশের সকল পাড়া-মহল্লার ছোট- বড় মাঠ, আঙিনা কিংবা ফাঁকা জায়গাগুলোতে হিড়িক পরে যায় ব্যাডমিন্টন খেলার। সারা শীতকাল জুড়ে ব্যাডমিন্টন হয়ে ওঠে বিনোদনের এক অসাধারণ মাধ্যম।