ভারতকে ২০১১ বিশ্বকাপে শিরোপা জেতানো সফল কোচ গ্যারি কার্স্টেন চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তান ক্রিকেট দল এর ওয়ানডে ও টি-টোয়েনটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে মাত্র ছয় মাসের মাথায় আজ (২৮ অক্টোবর ২০২৪) তিনি পদত্যাগ করেছেন। কার্স্টেনের পদত্যাগ নিয়ে বিস্তারিত না জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, তার স্থলাভিষিক্ত হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দলের দায়িত্ব সামলাবেন টেস্ট দলের বর্তমান কোচ জেসন গিলেস্পি।
কিন্তু কার্স্টেনের হঠাৎ পদত্যাগের পেছনে বেশ কিছু কারন রয়েছে বলে গুঞ্জন উঠেছে। তবে পিসিবি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের কারণ জানায়নি এবং কার্স্টেন নিজেও কোনো বক্তব্য দেননি। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরীণ সমস্যার কারণে তার অসন্তোষ বৃদ্ধি পাচ্ছিল।
পাকিস্তানের দলে বিভিন্ন রদবদলের প্রক্রিয়ায়ও কার্স্টেনকে সম্পৃক্ত করা হয়নি। যেমন বাবর আজমকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার সময় পাকিস্তানে না থাকায় কার্স্টেনকে কোনো ধরনের পরামর্শে সম্পৃক্ত করা হয়নি।
বাবর আজম ও শাহীন আফ্রিদির মতো তারকা খেলোয়াড়দের পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচক কমিটির কর্তৃত্ব বেড়ে যাওয়ায় কোচের ভূমিকা সীমিত হয়ে পড়েছে বলে জানা গেছে। অন্যদিকে বোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার মতবিরোধ ছিল এবং নির্বাচকদের ব্যাপক প্রভাবের কারণে কোচদের মতামতও উপেক্ষিত হচ্ছিল।
এমনকি ঘরের মাঠে টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারানো সত্ত্বেও পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরম্যান্স চরম নিম্ন পর্যায়ে নেমে যাচ্ছিল।যার কারনে টেস্টে পাকিস্তানের সাফল্যের জন্য জেসন গিলেস্পিকে সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়। এরপরই কার্স্টেন নিজে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পিসিবির চেয়ারম্যান আকিব জাভেদ, মোহাম্মদ রিজওয়ান ও তার ডেপুটি সালমান আঘা এই সিদ্ধান্তে সম্মত ছিলেন।
পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ এবং ১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এরপর ২৪ নভেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং ১ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। আগামী দিন গুলোতে তিন ফরম্যাটেই কোচের দায়িত্ব পালন করবেন জেসন গিলেস্পি।
আপনার মতামত লিখুন :