বাংলাদেশ বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

আইপিএল ২০২৫: সূচিতে পরিবর্তন, ২১ মার্চ শুরু

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০২:৪২ পিএম

আইপিএল ২০২৫: সূচিতে পরিবর্তন, ২১ মার্চ শুরু

IPL 2025

২১ মার্চ শুরু আইপিএল ২০২৫, সূচিতে পরিবর্তন বিসিসিআইয়ের

আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৪ মার্চ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও সূচিতে পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোববার (১২ জানুয়ারি) বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো

সূচিতে পরিবর্তনের কারণ

আগামী মাসে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনালের মাধ্যমে এই টুর্নামেন্ট শেষ হবে। প্রাথমিকভাবে আইপিএল শুরু হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার মাত্র পাঁচ দিন পর, যা আয়োজকদের মতে বেশ তাড়াহুড়ো হয়ে যেত। এ কারণেই আইপিএল শুরু হওয়ার তারিখ পিছিয়ে ২১ মার্চ নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেনে

আইপিএলের রীতি অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন দলের হোম গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী, গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে হবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ম্যাচসংখ্যা অপরিবর্তিত

কথা ছিল এবারের আইপিএলে ম্যাচসংখ্যা বাড়ানো হবে। তবে আইপিএল পরিচালনা পরিষদ সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। গত তিন বছরের মতো এবারও মোট ম্যাচসংখ্যা থাকবে ৭৪টি।

নিলামে রেকর্ড খরচ

গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজি মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপিতে ১৮২ জন খেলোয়াড় কিনেছে। এছাড়া ৪৬ জন খেলোয়াড়কে ধরে রেখেছে দলগুলো।

চূড়ান্ত সূচি শিগগিরই

আইপিএলের পৃষ্ঠপোষক, সম্প্রচারকারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই

Link copied!

সর্বশেষ :