জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কার কলম্বোয় বার্ষিক সাধারণ সভায় বসবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যদিও এখনও দিন-তারিখ চূড়ান্ত করেনি তারা। খবর ক্রিকবাজের।আসন্ন বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাম্প্রতিক কার্যকলাপে মোটেই খুশি নন আইসিসির প্রশাসকরা। প্রধান নির্বাহীর পদ থেকে নূর মুরাদকে বরখাস্ত এবং নিয়োগ বাণিজ্যসহ নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এগুলো নিয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় আলোচনা হবে জানানো হয়েছে ক্রিকবাজের খবরে।
সভায় আলোচনার আরেকটি বিষয় হতে পারে চেয়ারম্যানের পদ সংক্রান্ত। বর্তমান নিয়ম অনুসারে আইসিসির চেয়ারম্যান পদের মেয়াদকাল ২ বছর। এটাকে বাড়িয়ে তিন করার কথা ভাবছে আইসিসি। এখনকার নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিন দফায় চেয়ারম্যানের পদে আসীন হতে পারেন কেউ, সেটাকে কমিয়ে দুই করতে চাচ্ছে সংস্থাটি।
কে আইসিসির নতুন চেয়ারম্যান হবেন, তা নিয়েও সভায় স্পষ্টতা মিলতে পারে। গ্রেক বার্কলের জায়গায় দেখা যেতে পারে বিসিসিআই সচিব জয় শাহকে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, প্রার্থী হতে পারেন তিনি। যদিও এখনও জয় শাহ এ নিয়ে একটি কথাও বলেননি।
আপনার মতামত লিখুন :