বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং বর্ষসেরা নারী ফুটবলার বোনমাতি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৬:৩০ এএম

বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং বর্ষসেরা নারী ফুটবলার বোনমাতি

বর্ষসেরা গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ফুটবলার। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা এর  আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দ্বিতীয়বারের মতো ইয়াশিন ট্রফি জিতেছেন। কোপা আমেরিকায় পাঁচটি ম্যাচে প্রতিপক্ষের জাল অক্ষত রেখে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

প্যারিসে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে মার্টিনেজ পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কার জিতে মার্টিনেজ বলেন, "জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল আমার। এটি একবার জেতা সম্মানের, আর পরপর দুইবার জেতা অবিশ্বাস্য।" তিনি আরও বলেন, "আমি নিজেকে সেরা মনে করি না, কেবল দলীয় প্রচেষ্টাকেই গুরুত্ব দিই। অ্যাস্টন ভিলা এর হয়ে আমরা উন্নতির ধারাটা ধরে রাখতে চাই।"

২০১৯ সাল থেকে লেভ ইয়াশিনের নামে ফ্রান্স ফুটবল বর্ষসেরা গোলরক্ষক-কে এই ট্রফি প্রদান করে আসছে। প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার পেয়ে মার্টিনেজ অত্যন্ত খুশি।

বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি

স্পেন এবং বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি এবছর মেয়েদের ব্যালন ডি‍‍`অর জিতেছেন। গত ১৮ মাসে তিনি বিশ্বকাপ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ব্যালন ডি‍‍`অর এর মঞ্চে হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বোনামাতি।

জয়ের পর বোনমাতি বলেন, "এটা এমন কিছু যা একা করা অসম্ভব। আমার পাশে থাকা অসাধারণ খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তাদের ছাড়া এখানে আসা সম্ভব ছিল না।" ভোটে বার্সেলোনার নরওয়েজিয়ান উইঙ্গার ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন দ্বিতীয় এবং স্প্যানিশ উইঙ্গার সালমা পারালুয়েল্লো তৃতীয় স্থান অধিকার করেন।

 

 

Link copied!

সর্বশেষ :