বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

আরো একবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১২:৪৩ এএম

আরো একবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল

আরো একবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা ধরে রাখার গৌরব অর্জন করেছে। ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধে দুটি গোল করে বাংলাদেশ নারী ফুটবলাররা তাদের এই জয় নিশ্চিত করেন।

ফাইনাল ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে না পারলেও বিরতির পর ৫২ মিনিটে মনিকা চাকমা বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেন। সাবিনা খাতুনের পাস থেকে মনিকা নেপালের গোলরক্ষককে পরাস্ত করে বলটি জালে পাঠান। কিন্তু এর ঠিক চার মিনিট পরেই নেপালের আমিশা কার্কি ম্যাচে সমতা ফেরান। তিনি বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমাকে পরাস্ত করে বলটি জালে পাঠান।

তবে সৌভাগ্যবশত ৮০ মিনিটে ঋতুপর্ণা চাকমার একটি শট নেপালের গোলরক্ষকের  প্রতিরোধ ভেদ করে বল জালে পৌছায় এবং  নিশ্চিত করে বাংলাদেশের জয়। ঋতুপর্ণার গোলে ১৫,০০০ নেপালি দর্শকের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ দল উদযাপনে মেতে ওঠেন।

ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার ৪-৩-৩ ফরমেশনে দল সাজান এবং শামসুন্নাহার জুনিয়রকে ফিরিয়ে এনে দলের একমাত্র পরিবর্তন আনেন। আগের ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি শামসুন্নাহার।

এই টুর্নামেন্টে বাংলাদেশ তাদের খেলা শুরু করে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর তারা পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে তারা ভুটানকে ৭-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছায়। আর ফাইনালেও নিজেদের চমক দেখিয়ে ২০২২ সালের জয়ের ধারা অব্যাহত রাখেন বাংলাদেশ নারী ফুটবল দল।

ফাইনাল ম্যাচে বাংলাদেশ দলের একাদশে ছিলেন রূপনা চাকমা (গোলকিপার), সাবিনা খাতুন (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, আফেইদা খান্দকার, মাসুরা পারভিন, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র।

ফাইনাল ম্যাচের ফলাফল: নেপাল ১ (আমিশা ৫৬) বাংলাদেশ ২ (মনিকা ৫২, ঋতুপর্ণা ৮০)

 

Link copied!

সর্বশেষ :