বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

পেনাল্টি নিতে চেলসি খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, পচেত্তিনোর কড়া হুঁশিয়ারি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৬:১২ পিএম

পেনাল্টি নিতে চেলসি খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, পচেত্তিনোর কড়া হুঁশিয়ারি

স্ট্যামফোর্ড ব্রিজে গত রাতটা চেলসির জন্য ছিল জাদুকরী। দুর্দান্ত কোল পালমারের ‘পারফেক্ট’ হ্যাটট্রিকসহ (ডান পায়ে, বাঁ পায়ে এবং হেড দিয়ে তিন গোল করলে সেটাকে পারফেক্ট হ্যাটট্রিক বলা হয়) চার গোল। সব মিলিয়ে অনেক দিন মনে রাখার মতো ৬-০ গোলের এক জয়।

দলের এমন নিখুঁত পারফরম্যান্সের পর যেকোনো কোচের তৃপ্তির ঢেকুর তোলার কথা। কিন্তু এভারটনের বিপক্ষে বড় জয়ের সন্তুষ্টি থাকলেও পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না চেলসি কোচ মরিসিও পচেত্তিনো। বলা যায়, ম্যাচের একটি ঘটনা স্বস্তিতে থাকতে দিচ্ছে না পচেত্তিনোকে।

কী সেই ঘটনা?

প্রথমার্ধে ৪–০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে চেলসির সামনে গোল করার সুযোগ আসে ৬৪ মিনিটে। বক্সের ভেতর পালমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় চেলসি। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার পর বল ছিল মালো গুস্তোর হাতে। তাঁর কাছ থেকে সেটি নিতে ছুটে যান ননি মাদুয়েকে এবং নিকোলাস জ্যাকসন। তবে থাবা দিয়ে বলটি কেড়ে নেন মাদুয়েকে। এরপর কিছু সময় ধরে মাদুয়েকে ও জ্যাকসনের মধ্যে চলে বিতণ্ডা। একটু পর দুজনের বিবাদ মেটাতে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।

অভিজ্ঞ সিলভা কোনো রকমে বুঝিয়ে–সুঝিয়ে সরিয়ে নেন মাদুয়েকেকে। বল তখন জ্যাকসনের হাতেই ছিল। এরপর মাদুয়েকের কাছ থেকে বল নিতে এগিয়ে আসেন পালমার ও অধিনায়ক কনর গ্যালাগার। কথা–কাটাকাটির মধ্যে গালাগার বল নিয়ে দেন পালমারের হাতে। এরপর পালমালের কাছ থেকে বল নিতে আবার দৌড়ে আসেন জ্যাকসন।

এ সময় জ্যাকসনকে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেন পালমার। পেনাল্টি নেওয়ার জন্য পালমার বল স্পটে বসানোর সময় গ্যালাগার একরকম জোর করে সরিয়ে দেন জ্যাকসন ও মাদুয়েকেকে। পরে পেনাল্টি থেকে নিজের চতুর্থ ও দলের পঞ্চম গোলটি করেন পালমার।


ম্যাচের পর দলের খেলোয়াড়দের এমন আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ পচেত্তিনো। পালমারেরই পেনাল্টি নেওয়া কথা ছিল বলে জানান আর্জেন্টাইন এ কোচ। পাশাপাশি এ ধরনের শিশুসুলভ আচরণ সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘এ ধরনের আচরণ আমি মানতে পারছি না। আমি ওদের বলেছি, শেষবারের মতো তোমাদের শিশুসুলভ আচরণ সহ্য করেছি। এমন পারফরম্যান্সের পর এ ধরনের আচরণ করা অসম্ভব ব্যাপার। আমরা যদি সেরা দল হতে চাই, তাহলে আমাদের এসব (নিজেদের মধ্যে গণ্ডগোল) থামাতে হবে এবং ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে হবে। ওরা সবাই এ পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত ছিল। পরেরবার এমনটা করলে সবাইকে বাদ দেব। এটা ঠাট্টার বিষয় না।’

Link copied!

সর্বশেষ :