বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ব্যালন ডি‍‍`অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৫:৪০ এএম

ব্যালন ডি‍‍`অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

ব্যালন ডি‍‍`অর বিজয়ী। রুদ্রি ছবি: রয়টার্স

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের ব্যালন ডি‍‍`অর পুরস্কার জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। এ বছর শুরু থেকেই রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও সবাইকে অবাক করে দিয়ে পুরস্কার উঠলো রদ্রির হাতে। লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলানের কিংবদন্তি এবং ১৯৯৫ সালের ব্যালন ডি’অর বিজয়ী জর্জ উইয়াহ মঞ্চে এসে রদ্রির নামটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে কালো স্যুট ও বো টাই পরে ক্রাচে ভর করে মঞ্চে উপস্থিত হন রদ্রি। কেননা গত মাসে আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে এসিএল চোটের কারণে তিনি মাঠের বাইরে আছেন। তবে জীবনের এই সেরা মুহুর্তে তাকে মঞ্চে আসতেই হতো তাই ক্রাচে ভর করেই ব্যালন ডি‍‍`অর এর মঞ্চ আলোকিত করেন এই উদীয়মান ফুটবল তারকা। প্রেমিকা লরার সামনে ফুটবল জগতে তার সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি‍‍`অর তুলে ধরেন রদ্রি।

গত মৌসুমে তিনি ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপও জয় করেন। গোটা মৌসুমজুড়ে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। ৬৪ বছর পর এই প্রথম কোনো স্প্যানিশ খেলোয়াড় পুরুষদের ব্যালন ডি’অর জিতলেন। ১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর দ্বিতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জয় করলেন রদ্রি।

সাবেক ম্যানচেস্টার সিটি তারকা জর্জ উইয়াহর হাত থেকে পুরস্কার নেয়াটা রদ্রির জন্য এক বিশেষ মুহুর্ত। যার কারনে পুরস্কার গ্রহণের সময় রদ্রি বেশ আবেগপ্রবণ ছিলেন। যদিও রিয়াল মাদ্রিদের বয়কট-বিতর্ক কিছুটা হলেও অনুষ্ঠানের প্রতি দর্শকদের মনোযোগ সরিয়ে নিয়েছিল কিন্তু রদ্রির উপস্থিতি আলোকিত করেছে ব্যালন ডি‍‍`অর এর এবারের আসর। 

প্রেমিকা লরার সাথে রদ্রি

পুরস্কার পেয়ে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, "আমার পরিবার ও দেশের জন্য এটি খুবই বিশেষ একটি দিন।" এছাড়াও রদ্রি তার প্রেমিকা লরাকেও ধন্যবাদ জানিয়েছে, কেননা তাদের অষ্টম বার্ষিকীর দিনই ব্যালন ডি‍‍`অর তার হাত উঠেছে যা তার ভালোবাসার মানুষটির জন্য এক বিশেষ উপহার।

স্পেন ও ম্যানচেস্টার সিটির সমর্থকরাও উল্লাসিত। ২০০৬ সালে ফাবিও কানাভারোর পর প্রথম ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে রদ্রি এই পুরস্কার জিতেছেন। শর্টলিস্টে থাকা ২৯ জন তারকাকে পেছনে ফেলে ব্যালন ডি‍‍`অর জয় করেছেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, এরপর ছিলেন দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হলান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং লাউতারো মার্টিনেজ।

রদ্রি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩টি ম্যাচে অংশ নেন, যেখানে তিনি ১২টি গোল করেন এবং ১৬টি অ্যাসিস্ট করেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ এবং স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করেন। ক্লাব এবং জাতীয় দলে সমান পারফরম্যান্সের বিচারেই ব্যালন ডি‍‍`অর পাওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তিনি।

এ বছরের ব্যালন ডি‍‍`অর অনুষ্ঠান পরিচালনা করেন আফ্রিকান কিংবদন্তি দিদিয়ের দ্রগবা এবং ফরাসি সংবাদমাধ্যম লেকিপের সাংবাদিক স্যান্ডি হেরিবার্ট। অন্যদিকে সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন কিলিয়ান এমবাপ্পে এবং তার সঙ্গে সমান গোল করে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন হ্যারি কেইনও।

গত দুই দশকের রাজত্বের পর প্রথমবারের মতো ব্যালন ডি‍‍`অরের তালিকায় নেই দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৯৫৬ সালে ফ্রান্স ম্যাগাজিন থেকে শুরু হওয়া এই পুরস্কারে তাদের মতো দীর্ঘ সময়ের জন্য কেউ আধিপত্য বজায় রাখতে পারেননি। এই বছর নতুন এক যুগের সূচনা হলো যেখানে নতুন তারকারা ফুটবল বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন।

 

Link copied!

সর্বশেষ :