আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচের মধ্য দিয়ে আজ শুরু হলো আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টসে জিতে ব্যাটিং এ নামে বাংলাদেশ। ৭ উইকেটে তাদের সংগ্রহ ১১৯ রান। প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশের রিতু মনি।
দশ বছর পর আইসিসি নারী টি- টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশ। খেলা শুরুর আগে নিজেদের সক্ষমতার আশ্বাস দিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতির দল। তবে প্রথমবার বিশ্বকাপ ফরম্যাটে খেলতে এসে স্কটল্যান্ডও বেশ ভালোই খেলেছে। তাদের সংগ্রহ ৭ উইকেটে ১০৩ রান। এরই মধ্যে শেষ হলো গ্রুপ `বি` এর প্রথম ম্যাচ।
আজ রাত আটটায় শ্রীলংকার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। এই ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে গ্রুপ `এ` এর প্রথম ম্যাচ।
উল্লেখ্য, এবারের আসরে দশটি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করবে। ‘এ’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
আপনার মতামত লিখুন :