বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

দুর্গাপূজা উপলক্ষে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৪:২৪ পিএম

দুর্গাপূজা উপলক্ষে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

দুর্গাপূজা উপলক্ষে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

দুর্গাপূজা উপলক্ষে আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ দেশবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। যাতে কোনো অসাধু চক্র দুর্ঘটনা ঘটাতে না পারে। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, "দুর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, সে জন্য সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।"

শায়খ আহমাদুল্লাহ আরও উল্লেখ করেন, "পূজা এলেই কিছু মহল সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে তাদের ফায়দা হাসিল করার চেষ্টা করে। সংখ্যালঘুদের উপর নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।"

এছাড়াও ঐ দিন রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত সিরাত কনফারেন্স ২০২৪-এ প্রধান আলোচক হিসেবে শায়খ আহমাদুল্লাহ বলেন, "মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার উত্তম আখলাক বা চরিত্র। যদি আমরা মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করি তাহলে সমাজে কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। এতে আমরা দুনিয়ায় সম্মানিত হবো এবং আখিরাতে এর উত্তম ফল পাবো।"

তিনি আরও বলেন, "মহানবীর আদর্শের মূল দিকগুলোর মধ্যে অন্যতম হলো কারো অধিকার নষ্ট না করা এবং কাউকে কষ্ট না দেওয়া। যদি কারো প্রতি কোনো অন্যায় করা হয়, তবে দ্রুত ক্ষমা চেয়ে নিতে হবে। মহানবীর মতো দায়িত্বশীল আচরণ করলে সামাজিক ও পারিবারিক জীবনে আমরা সম্মানিত হবো।"

আহমাদুল্লাহ বলেন, "উত্তম আখলাক ঈমানের গুরুত্বকে অনেক বাড়িয়ে দেয়। উত্তম চরিত্রধারীরা জান্নাতে মহানবীর কাছাকাছি থাকার সুযোগ পাবেন।"

তিনি ছাড়াও সিরাত কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন আলোচক এবং ইসলামী চিন্তাবিদ এসএম নাহিদ হাসান এবং কবির আনোয়ার।

 

Link copied!

সর্বশেষ :