বাংলাদেশ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পবিত্র মাহে রমজানের ইবাদতের প্রস্তুতি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:৪৯ পিএম

পবিত্র মাহে রমজানের ইবাদতের প্রস্তুতি

পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ রহমতের মাস। এই মাসে আল্লাহর রহমত বর্ষিত হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফলে মুমিনরা ইবাদতে মনোনিবেশ করতে সহজবোধ করেন। রমজানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনের নির্দেশনা দিয়েছেন আল্লাহ তাআলা।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘রমজান মাস! যে মাসে মানুষের জন্য পথনির্দেশ, সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। হাদিস শরিফে বলা হয়েছে, ‘ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত—আল্লাহর একত্ববাদ ও রাসুল (সা.)-এর নবুয়ত স্বীকার করা, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, হজব্রত পালন করা এবং রমজান মাসে সিয়াম পালন করা।’ (বুখারি, খণ্ড: ১, হাদিস: ৭)

রমজানে ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ইসলামিক চিন্তাবিদরা বলছেন, এই মাসে কেবল রোজা রাখাই নয়, বরং নিয়মিত নামাজ আদায়, তারাবিহ পড়া, কোরআন তিলাওয়াত, দান-সদকা, ফিতরা ও জাকাত প্রদান করা উচিত। একই সঙ্গে অপ্রয়োজনীয় কথা ও বেহুদা কাজ থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রমজানের মূল উদ্দেশ্য সংযম ও আত্মশুদ্ধি অর্জন। এ প্রসঙ্গে ধর্মীয় বিশেষজ্ঞরা জানান, রমজান আমাদের ধৈর্যশীল হতে শেখায় এবং গরিব-দুঃখীদের কষ্ট অনুভবের শিক্ষা দেয়। তাই এই মাসে ব্যবসায়ীদের উচিত ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা এবং ভোক্তাদেরও প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকা।

বিশেষজ্ঞরা আরও জানান, নবী করিম (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি পূর্ণ ইমানদার নয়, যে পেট পুরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।’ (মুসলিম) সেই সঙ্গে রাসুল (সা.) রোজাদারকে ইফতার করানোর গুরুত্বও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তিলাভ করবে এবং রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে।’ (মুসনাদে আহমাদ)

রমজান উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইতিমধ্যে ইবাদতের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মসজিদগুলোতে তারাবিহ নামাজ ও কোরআন তিলাওয়াতের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা গরিব-দুঃখীদের জন্য ইফতার ও সাহ্‌রির ব্যবস্থা করেন।

Link copied!

সর্বশেষ :