ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের পিছিয়ে অসহায় মানুষের জন্য আমরা করে যাচ্ছি।”শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরের রুপনগর মডেল একাডেমি স্কুল এন্ড কলেজে ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা কী পেলে, কী পেলে না সেটা বড় কথা না। জনগণ কী পেল, না পেল সেটা বড় কথা। তার সেই নির্দেশে আমরা দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে, বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করি।” এসময় ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটপ্রদান করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।অনুষ্ঠানে রুপনগর বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি লায়ন অ্যাড. মো. আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ল্ড কাউন্সিলর মো. তফাজ্জেল হোসেন টেনু, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামালসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :