বাংলাদেশ রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এবার জুতামিছিল, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১১:২৪ পিএম

এবার জুতামিছিল, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে

ব্রাহ্মণবাড়িয়ায় সম্মেলন বাতিলের দাবিতে একাংশের নেতা–কর্মীদের বিক্ষোভ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুমারশীল মোড়েছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে একাংশের নেতা-কর্মীরা একাধিক বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কুমারশীল মোড়ে মশাল এবং ঝাড়ুমিছিলে অংশ নেওয়ার পর এবার জুতামিছিল করেছেন তারা। একই সময় বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি এবং সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মীরা জুতা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে তারা ঘোষণা করেন, আগামী ১ ফেব্রুয়ারি জেলা বিএনপির সম্মেলন বাতিল না করা পর্যন্ত প্রতিদিন তারা বিক্ষোভ মিছিল চালিয়ে যাবেন।

এর আগে ২৮ ডিসেম্বর এবং ১৮ জানুয়ারি দুটি তারিখে জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল, কিন্তু এক পক্ষের বিরোধিতায় দুটি তারিখই পরিবর্তন করতে বাধ্য হয় কেন্দ্রীয় বিএনপি। শেষ পর্যন্ত ১ ফেব্রুয়ারি সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

গত শনিবার রাতে সম্মেলনের পক্ষে ও বিপক্ষে বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল বের করে। পরদিন রোববার রাতে সম্মেলন স্থগিতের দাবিতে একাংশের নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এদিকে, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘‘আগামী ১ ফেব্রুয়ারি অবৈধ সম্মেলন করার পাঁয়তারা চলছে। সম্মেলনে যাঁরা দীর্ঘ ১৬-১৭ বছর ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম সহ্য করেছেন, তাঁদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ তাঁরা প্রকৃত বিএনপি। তাঁদের বাদ দিয়ে সম্মেলন হতে দেওয়া হবে না।’’ তিনি কেন্দ্রীয় বিএনপিকে স্পষ্টভাবে জানাতে চান, ‘‘যদি ব্রাহ্মণবাড়িয়াকে শান্ত রাখতে চান, তাহলে আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন করে প্রতিটি থানায় কমিটি গঠন করতে হবে।’’ এর আগে সম্মেলন হতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেন তিনি।

মঈনুল হোসেন কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘‘আগামীকাল বুধবার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকবেন, যাতে কোনো দালাল চক্র সম্মেলনের পক্ষে কোনো মিছিল করতে না পারে।’’ তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

 

 

Link copied!

সর্বশেষ :