বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার পতনের ৭৪ দিন পর মধ্যরাতে প্রকাশ্যে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ১১:৫৪ এএম

সরকার পতনের ৭৪ দিন পর মধ্যরাতে প্রকাশ্যে চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল

মধ্যরাতে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা জামালখান এলাকায় শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী আকস্মিকভাবে প্রকাশ্যে একটি মিছিল করে। ২০-৩০ জনের এই দলটি সড়কে নেমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং "শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই" সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের মিছিল কারীদের অধিকাংশই তরুণ। তাদের কয়েকজন মোটরসাইকেলেও ছিল এবং কারও কারও হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে। তবে তাদের সঠিক পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আওয়ামী লীগের মিছিল এর দৃশ্য ধারণ করা তিনটি ভিডিও ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করা হয়। পোস্টে লেখা হয়, "চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না।"

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের মিছিল এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা অভিযোগ করেছে, পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় আওয়ামী লীগ এই কর্মসূচি পালনের সুযোগ পেয়েছে। তারা আরও বলেন, যারা অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে পুলিশ।

শুক্রবার রাতে এই মিছিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি জানান, শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি সকল ছাত্র ও জনতাকে এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের কোনো কর্মসূচি চট্টগ্রামের রাজপথে দেখা যায়নি। ৪ আগস্ট সর্বশেষ তাদের প্রকাশ্যে দেখা গিয়েছিল। প্রায় আড়াই মাস ( ৭৪ দিন) পর আওয়ামী লীগ আবারও চট্টগ্রামে মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিল।

 

Link copied!

সর্বশেষ :