বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার অভিযোগ, রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধে লিপ্ত উত্তর কোরিয়া

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ১০:১২ এএম

দক্ষিণ কোরিয়ার অভিযোগ, রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধে লিপ্ত উত্তর কোরিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর বৈঠক এবং চুক্তিতে স্বাক্ষর। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের দাবি উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৪) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন। তিনি আরও জানান, রাশিয়া ও উত্তর কোরিয়া সামরিকভাবে একটি জোটে আবদ্ধ হয়েছে এবং এই জোটের আওতায় উত্তর কোরিয়ার সেনাদের মোতায়েনের সম্ভাবনা আরও বেড়েছে।

প্রতিরক্ষামন্ত্রী কিম আরও উল্লেখ করেন যে, ইউক্রেনীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয়জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

পশ্চিমা দেশগুলো বহুবার অভিযোগ তুলেছে যে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। যদিও পিয়ংইয়ং বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। তবে দক্ষিণ কোরিয়ার নতুন অভিযোগ আরও গুরুতর। কিম ইয়ং-হিউনের মতে, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক চুক্তির ফলে দুই দেশের মধ্যে নিয়মিতভাবে সেনা আদান-প্রদান হচ্ছে। যা ইউক্রেনের যুদ্ধে আরও উত্তেজনা তৈরি করতে পারে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যার মাধ্যমে উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র সরবরাহ করতে রাজি হয়। বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও মিসাইল প্রযুক্তি প্রদানের প্রতিশ্রুতি দেয়।

 

Link copied!

সর্বশেষ :