বাংলাদেশ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

ভোটার উপস্থিতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট আওয়ামী লীগ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৩৮ পিএম

ভোটার উপস্থিতি নিয়ে মোটামুটি সন্তুষ্ট আওয়ামী লীগ

ওবায়দুল কাদের

ষষ্ঠতম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডি-৩২ এ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দল এবং অনেক নামীদামি ব্যক্তিরা মিথ্যাচার করেছেন। তাই ভোট কিছুটা কম পড়েছে। তবে সন্তুষ্টির বিষয় হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। এর ক্রেডিট নির্বাচন কমিশনকে দিতেই হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি আমলে জাতীয় নির্বাচনের চেয়ে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেশি ভোট পেয়েছিল।

বাকশাল নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক, সব তথ্যপ্রমাণ আছে। আমি চ্যালেঞ্জ করে করে বলতে পারি, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে বিশেষ আবেদন করে বাকশালের সদস্য হয়েছিলেন।

Link copied!

সর্বশেষ :