বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
ইসলামী আন্দোলন বাংলাদেশ

বইমেলায় ‘মব সংস্কৃতি’ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১০:৪৬ এএম

বইমেলায় ‘মব সংস্কৃতি’ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ

একটি কার্যকর রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই ‘মব’ সংস্কৃতি গ্রহণযোগ্য না। সোমবার (১০ ফেব্রুয়ারি) বইমেলায় ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে ‘মব সংস্কৃতি’ সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বইমেলায় তসলিমা নাসরিনের বই প্রকাশ নিয়েও প্রশ্ন তোলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “কার্যকর রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই ‘মব সংস্কৃতি’ গ্রহণযোগ্য নয়। সেই নীতিতে সোমবার বইমেলায় যা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়।”

তসলিমা নাসরিনের বই প্রকাশ নিয়ে তিনি বলেন, “তসলিমার মতো একজন, যার দেশদ্রোহিতা ও সমাজবিরুদ্ধতা বারবার প্রমাণিত এবং যে পতিত ফ্যাসিবাদের পক্ষের নির্লজ্জ যোদ্ধার ভূমিকা পালন করেছে, তার বই কীভাবে বইমেলায় প্রকাশিত হতে পারে? কোন সাহসে একটা প্রকাশনী তার বই ছাপাতে পারে?”

তিনি আরও বলেন, “সোমবার যা হয়েছে, তা প্রতিক্রিয়া। সেই প্রতিক্রিয়ার ধরন নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, এমন উসকানিমূলক ক্রিয়া তৈরি হলো কেন? এ প্রশ্নের সমাধান না করে ‘তৌহিদী জনতা’কে শায়েস্তা করার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আরও বলেন, “একজন উপদেষ্টা যে ভাষায় হুমকি দিয়েছেন, তা গণতান্ত্রিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। নতুন বাংলাদেশের কোনো উপদেষ্টার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।”

উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের সমালোচনা করে ইউনুছ আহমাদ বলেন, একজন উপদেষ্টা যে ভাষায় কথা বলেছেন ও হুমকি দিয়েছেন, তা জনতন্ত্রের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। নতুন বাংলাদেশের কোনো উপদেষ্টার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত না। এমন অবস্থায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

Link copied!

সর্বশেষ :