বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

থাইল্যান্ড নেয়া হচ্ছে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৫:৪৩ পিএম

থাইল্যান্ড নেয়া হচ্ছে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে

চিকিৎসার জন্য থাইল্যান্ড নেয়া হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে।সোমবার (২২ এপ্রিল) বিএনপি নেতার পারিবারিক একটি সূত্র সময় সংবাদকে এই তথ্য জানিয়েছে।মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানা গেছে।

এরআগে, শুক্রবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা জানার জন্য তিনটি পরীক্ষা করা হয়।

 বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পারিবারিক ওই সূত্র।

 


 

Link copied!

সর্বশেষ :