বাংলাদেশ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

২০২৫ সালের শেষে জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনার মাছউদ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:৩০ পিএম

২০২৫ সালের শেষে জাতীয় সংসদ নির্বাচন: নির্বাচন কমিশনার মাছউদ

ইসি মাছউদ

২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন: ইসি মাছউদ

সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, "ভোটার তালিকা হালনাগাদের জন্য দেশব্যাপী ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। তবে, তালিকায় অনেক ক্ষেত্রে ভুল হচ্ছে, যা নাগরিকদের সেবা গ্রহণে বাধা সৃষ্টি করছে। তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীল হতে হবে এবং সবার সহযোগিতা প্রয়োজন।"

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নির্বাচন কমিশনার মাছউদ বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। আমাদের লক্ষ্য হলো, একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।"

সভায় পটুয়াখালী জেলার সব উপজেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!

সর্বশেষ :