বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ১২:২১ এএম

ফারুকীসহ অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণ

নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণ। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ যুক্ত হলেন আরো তিনজন নতুন উপদেষ্টা। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ আমন্ত্রিত অতিথিরা।

নতুন তিন উপদেষ্টার পরিচয়

১. শেখ বশির উদ্দিন: আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি।
২. মোস্তফা সরোয়ার ফারুকী: দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণে পরিচিত এক নাম, বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
৩. মাহফুজ আলম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যিনি এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন।

এই নিয়োগের পর বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান

জাতীয় সংগীত ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের প্রথমে দায়িত্বের এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে নতুন উপদেষ্টারা তাদের শপথপত্রে সই করেন। এরই মধ্য দিয়ে ১০ মিনিটের শপথ অনুষ্ঠান শেষ হয়।

অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

প্রথমে ১৪ জন উপদেষ্টার নিয়ে সরকার গঠন করা হলেও পরে আরও ৩ জনকে শপথ পড়ানো হয়। ১৭ আগস্ট প্রধান উপদেষ্টা পরিষদের আকার বাড়িয়ে বর্তমানে ২১ জন উপদেষ্টার মাধ্যমে সরকার পরিচালিত হচ্ছিল। এখন নতুন এই তিনজন যোগ হওয়ায় উপদেষ্টাদের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জনে

মাহফুজ আলম ও ছাত্র আন্দোলনের ভূমিকা

মাহফুজ আলম ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগে থেকেই উপদেষ্টা পরিষদে রয়েছেন। মাহফুজ আলম এই আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন এবং সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এত কম বয়সে উপদেষ্টা হওয়ায় তারা দেশের ইতিহাসে নতুন নজির স্থাপন করেছেন। সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন উপদেষ্টাদের অন্তর্ভুক্তি বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

 

Link copied!

সর্বশেষ :