বাংলাদেশ শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

ইন্দুরকানী উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:১৮ এএম

ইন্দুরকানী উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ঘরে ঢুকে এক মা-মেয়েসহ তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে।

উপজেলার বালিপাড়া ইউনিয়নে ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসত বাড়িতে এ ঘটনা ঘটে বলে ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন জানান।

আহতরা হলেন-জাহাঙ্গীর হোসেনের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) ও নাতি ইয়েনা (১২) ।

আহতদের আত্মীয় আবু হানিফ বলেন, “বুধবার রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদ কেটে ঘরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কোপানো হয়। পরে চিৎকার শুনে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, “ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না। চুরি কিংবা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে। জেসমিনের মাথা ও মুখে এলোপাতাড়ি কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মারুফ জানান।

Link copied!

সর্বশেষ :