বাংলাদেশ শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩১

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮২, মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৯৬০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৮:২৯ এএম

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮২, মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৯৬০

বিধ্বস্ত গাজা উপত্যকা

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২২ জন আহত হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩০ হাজার ৯৬০ জনে দাঁড়িয়েছে। ৯ মার্চ, শনিবার অবরুদ্ধ এই ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ৮২ জন শহীদ হয়েছে। এছাড়া ১২২ জন আহত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। গাজায় যারা ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে, তাদের শতকরা ৭২ ভাগই নারী এবং শিশু। 

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া নির্দেশ উপেক্ষা করেই ইসরায়েল গাজা উপত্যকায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে। ফলে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হচ্ছে। অবরুদ্ধ এই ছিটমহলে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৯৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৫২৪ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। এরপর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের হামলায় গাজার শতকরা ৬০ ভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফলে অবরুদ্ধ এই ছিটমহলের শতকরা ৮৫ ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়ে হাসপাতাল এবং স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলে বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করে আইসিজেতে একটি মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য নিশ্চয়তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত

Link copied!

সর্বশেষ :