দৈনিক প্রথম সংবাদ

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত

স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত
স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি

বাংলার সাহিত্যচর্চাকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক (সি আর) অনুমোদিত সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৬ সালের জন্য বরিশাল বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ খ্রি., সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম সফর আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নবগঠিত কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহনাজ শিল্পী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লেখক ও সংগঠক মুহাম্মদ মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মিরাজ মিয়া। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মু. আল আমীন বাকলাই।

কমিটি ঘোষণাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে এম সফর আলী আশাবাদ ব্যক্ত করে বলেন,

বরিশাল বিভাগীয় এই কমিটি মেধা, মনন ও সৃজনশীলতার এক অনন্য সমন্বয়। তাঁর বিশ্বাস, এই নেতৃত্ব বরিশালের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের সাহিত্যাঙ্গনে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের অবস্থানকে সুদৃঢ় করবে।

অভিজ্ঞতা ও নবীনতার সমন্বয়

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। প্রধান উপদেষ্টা মু. আল আমীন বাকলাই-এর পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নুর হোসেন মোল্লা, এ কে এম মহসিন উদ্দিন মনির, ইসরাত জাহান মমতাজ, এবি এম আনিসুর রহমান পলাশ এবং মাসুম মুহতাদী। তাঁদের দিকনির্দেশনায় কমিটির কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নেতৃত্বের ভার যাঁদের কাঁধে

কার্যনির্বাহী কমিটিতে সভাপতি শাহনাজ শিল্পী-এর সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদা খানম। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মোঃ শাহ্ জামান চিশতি, বি এম আরিফ হোসেন মিন্টু, আব্দুল গফফার খা এবং এ এইচ আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ-এর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইজাজ আহমেদ রিপন ও মাহমুদা আক্তার।

সাহিত্য–সংস্কৃতির বিস্তৃত পরিসর

কমিটিতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু, আইন, আবৃত্তি, তথ্য প্রযুক্তি ও ধর্ম বিষয়ক সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষ ও সক্রিয় কর্মীদের। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, সহকারী চাঁদনী আক্তার। দপ্তর ও অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী নবমিতা নাসরীন নীল। সাহিত্য বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সহকারী সেলিম আহমেদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৈমন্তী শুক্লা ওঝা, সহকারী মাহমুদা বেগম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুল ইসলাম বাদল, সহকারী শাহানা নাসরীন লিপি।

এছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার মীলা, নারী ও শিশু সম্পাদক সানজিদা সুলতানা, আইন সম্পাদক সাইফুল বারী, আবৃত্তি সম্পাদক শিমুল সুলতানা হেপি, তথ্য প্রযুক্তি সম্পাদক বিজন বেপারী এবং ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী শক্তি

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রবীন্দ্রনাথ মন্ডল, মহসিন খান, নজরুল ইসলাম, মনি আক্তার মিম এবং মোঃ আবু হেনা রনি—যাঁরা সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রত্যাশার আলো

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা বরিশাল বিভাগের তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের একত্রিত করে একটি সুস্থ, মানবিক ও সৃজনশীল সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি আগামী দিনগুলোতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাই করছেন সাহিত্যপ্রেমীরা।

বিষয় : স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ বাংলা সাহিত্য সংস্কৃতি সাহিত্যিক সংগঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক প্রথম সংবাদ

রোববার, ২৫ জানুয়ারি ২০২৬


স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলার সাহিত্যচর্চাকে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক (সি আর) অনুমোদিত সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২৬ সালের জন্য বরিশাল বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ খ্রি., সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম সফর আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নবগঠিত কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ শাহনাজ শিল্পী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন লেখক ও সংগঠক মুহাম্মদ মাসুম বিল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মিরাজ মিয়া। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মু. আল আমীন বাকলাই।

কমিটি ঘোষণাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে এম সফর আলী আশাবাদ ব্যক্ত করে বলেন,

বরিশাল বিভাগীয় এই কমিটি মেধা, মনন ও সৃজনশীলতার এক অনন্য সমন্বয়। তাঁর বিশ্বাস, এই নেতৃত্ব বরিশালের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের সাহিত্যাঙ্গনে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের অবস্থানকে সুদৃঢ় করবে।

অভিজ্ঞতা ও নবীনতার সমন্বয়

নবগঠিত কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন সাহিত্য, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিত্বরা। প্রধান উপদেষ্টা মু. আল আমীন বাকলাই-এর পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন নুর হোসেন মোল্লা, এ কে এম মহসিন উদ্দিন মনির, ইসরাত জাহান মমতাজ, এবি এম আনিসুর রহমান পলাশ এবং মাসুম মুহতাদী। তাঁদের দিকনির্দেশনায় কমিটির কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নেতৃত্বের ভার যাঁদের কাঁধে

কার্যনির্বাহী কমিটিতে সভাপতি শাহনাজ শিল্পী-এর সঙ্গে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদা খানম। সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন মোঃ শাহ্ জামান চিশতি, বি এম আরিফ হোসেন মিন্টু, আব্দুল গফফার খা এবং এ এইচ আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ-এর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইজাজ আহমেদ রিপন ও মাহমুদা আক্তার।

সাহিত্য–সংস্কৃতির বিস্তৃত পরিসর

কমিটিতে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু, আইন, আবৃত্তি, তথ্য প্রযুক্তি ও ধর্ম বিষয়ক সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষ ও সক্রিয় কর্মীদের। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, সহকারী চাঁদনী আক্তার। দপ্তর ও অর্থ সম্পাদক জিল্লুর রহমান, সহকারী নবমিতা নাসরীন নীল। সাহিত্য বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সহকারী সেলিম আহমেদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৈমন্তী শুক্লা ওঝা, সহকারী মাহমুদা বেগম। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুল ইসলাম বাদল, সহকারী শাহানা নাসরীন লিপি।

এছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক শাহানা আক্তার মীলা, নারী ও শিশু সম্পাদক সানজিদা সুলতানা, আইন সম্পাদক সাইফুল বারী, আবৃত্তি সম্পাদক শিমুল সুলতানা হেপি, তথ্য প্রযুক্তি সম্পাদক বিজন বেপারী এবং ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী শক্তি

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রবীন্দ্রনাথ মন্ডল, মহসিন খান, নজরুল ইসলাম, মনি আক্তার মিম এবং মোঃ আবু হেনা রনি—যাঁরা সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রত্যাশার আলো

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা বরিশাল বিভাগের তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের একত্রিত করে একটি সুস্থ, মানবিক ও সৃজনশীল সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি আগামী দিনগুলোতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাই করছেন সাহিত্যপ্রেমীরা।


দৈনিক প্রথম সংবাদ

সম্পাদক ও প্রকাশক ঃ নাঈম মাহমুদ
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সংবাদ । সর্বস্বত্ব সংরক্ষিত

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ