বাংলাদেশ রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

এই বসন্তবরণে জেন–জিরা সাজতে পারে যে সব পোশাকে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:৪৬ পিএম

এই বসন্তবরণে জেন–জিরা সাজতে পারে যে সব  পোশাকে

সন্তে ফুলের রংটাই যেন পোশাকেও চলে আসে। অজান্তেই এদিন চুলে উঠে আসে ফুল, গাঁদা ফুলের মালা হয়ে ওঠে হাতের ব্রেসলেট। হালকা সাজে, রঙিন নকশার পোশাক পরে দিনটিকে উদ্‌যাপন করা হচ্ছে দিনের পর দিন। জেন–জিরা টপস, প্যান্ট, স্কার্ট আর শাড়িতে সেজে উঠবে নিজস্ব স্টাইলে। বসন্তের দিন পুরো পোশাকই যে নতুন হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। নতুন কেনা টপসের সঙ্গে পুরোনো প্যান্ট যেমন মেলানো যাবে, তেমনি শাড়ির সঙ্গে অনায়াসে পরে ফেলা যাবে ঘরে থাকা ক্রপ টপ। স্টাইলটা না হয় ওদের হাতেই ছেড়ে দিলাম। দোকান ঘুরে দেখা গেল তরুণীদের জন্য করা বসন্তের পোশাকগুলোতে প্রাধান্য পেয়েছে আরামদায়ক কাপড়, উজ্জ্বল রং আর বোহেমিয়ান কাট। ক্রপ টপ আবার জনপ্রিয়তা পাবে। থাকবে ঢোলা প্যান্ট। নকশায় চলে এসেছে ফুল, প্রাণী আর প্রকৃতির নানা উপকরণ। সেসবেরই একঝলক তুলে ধরা হলো।

Link copied!

সর্বশেষ :