বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

তিন পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১০:৫৮ পিএম

তিন পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত

তিন পার্বত্য জেলায় পর্যটন নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

রাঙামাটি, খাগড়াছড়ি, এবং বান্দরবানে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করেছে প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিন জেলার জেলা প্রশাসকেরা।

রাঙামাটি জেলা প্রশাসনের খুদে বার্তায় জানান, অনিবার্য কারণবশত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ না করার জন্য অনুরোধ করা গেল। খাগড়াছড়ি ও বান্দরবানের প্রশাসনের পক্ষ থেকেও একই ধরনের বার্তা প্রকাশ করা হয়। এর আগে ৩ অক্টোবর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

এই নিষেধাজ্ঞার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবরদান’ বাতিলের বিষয়টিও জড়িত। নিরাপত্তা ঝুঁকির কারণে এই উৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন বৌদ্ধভিক্ষুরা।

উল্লেখ্য, ২০২২ সালে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠনের তৎপরতার কারণে বান্দরবানের কিছু এলাকায় প্রথমবারের মতো পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এরপর থেকে নিরাপত্তাজনিত কারণে পার্বত্য এলাকায় পর্যটন কার্যক্রম বারবার বিঘ্নিত হয়েছে।

সম্প্রতি মোটরসাইকেল চুরির দায়ে যুবককে পিটিয়ে হত্যার জের ধরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি লিপ্ত হয় সংঘাতে। পরবর্তীতে এই সহিংসতার ঘটনায় আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এসব সহিংসতা পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছে স্থানীয় পরিবহনমালিক ও শ্রমিকেরা। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

 

Link copied!

সর্বশেষ :