বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

পর্যটকের পর বিদ্যুতও বন্ধ সেন্টমার্টিনে, জীবন ও জীবিকা নিয়ে আশংকায় দ্বীপবাসী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ১২:২৯ পিএম

পর্যটকের পর বিদ্যুতও বন্ধ সেন্টমার্টিনে, জীবন ও জীবিকা নিয়ে আশংকায় দ্বীপবাসী

সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ এ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দ্বীপের বাসিন্দারা। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পুরো দ্বীপ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, ফলে দ্বীপবাসী নানাবিধ অসুবিধায় পড়েছেন।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ

সেন্টমার্টিনে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেডের অধীন সোলার প্রজেক্টের টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা দেখা দেওয়ায় এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ২৬ অক্টোবর থেকে সার্ভার সমস্যার কারণে রিচার্জ দেওয়ার প্রক্রিয়া বন্ধ রয়েছে। চীন ও বাংলাদেশ থেকে সফটওয়্যার প্রকৌশলীরা এই সমস্যার সমাধানে কাজ করছেন, তবে তাৎক্ষণিক সমাধান না হওয়ায় প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।

দ্বীপবাসীর দুর্ভোগ

বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দারা নিজ নিজ বৈদ্যুতিক যন্ত্রের চার্জ দেওয়ার জন্য ডিজেলচালিত জেনারেটরের উপর নির্ভর করছেন। আব্দুল মালেক নামে এক বাসিন্দা বলেন, "আমাদের জীবনের অবস্থা এখন আইসিইউতে রয়েছে। বিদ্যুৎ নেই, সাগরে মাছ ধরা বন্ধ, পর্যটক আসাও নিষিদ্ধ। এমনকি দ্বীপে যাতায়াতের জাহাজ চলাচলও বন্ধ আছে। হাসপাতালও কার্যক্রম বন্ধ রেখেছে। ফলে জীবিকার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে।"

আরেক বাসিন্দা, জসিম উদ্দিন শুভ বলেন, "সন্ধ্যার পর থেকে পুরো দ্বীপ অন্ধকারে ডুবে আছে। মোবাইল চার্জ করারও ব্যবস্থা নেই। এভাবে চলতে থাকলে দ্বীপের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে যাবে। নিজেদের জীবন বাঁচাতে আমরা ডিজেলচালিত জেনারেটর দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের ব্যাটারি চার্জ করছি।"

আব্দুর রহমান নামের একজন দ্বীপবাসী বলেন, "আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিদ্যুৎ নেই, রোজগারের পথও বন্ধ। আমাদের যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশের মানুষের সহযোগিতা চাই।"

বিদ্যুৎ পুনরায় সংযোগের চেষ্টা

বর্তমানে ব্লু-মেরিন এনার্জি লিমিটেড এবং স্কুব টেকনোলজি লিমিটেড যৌথভাবে সমস্যার সমাধানে চেষ্টা করছে। চীন ও বাংলাদেশ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে প্রকৌশলীরা টোকেন রিচার্জ সফটওয়্যার সমস্যা সমাধানে কাজ করছেন। আশা করা হচ্ছে, দ্রুত সমস্যা নিরসন সম্ভব হবে এবং দ্বীপের বিদ্যুৎ সরবরাহ পুনঃপ্রতিষ্ঠিত হবে।

উপসংহার

বিদ্যুৎহীন অবস্থায় সেন্টমার্টিনের জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় সকল কার্যক্রম বন্ধ থাকায় তাদের জীবনযাত্রায় চরম বিপর্যয় নেমে এসেছে। দ্বীপবাসীর প্রতি সহযোগিতা ও সমর্থন জোগানো এখন জরুরি।

 

Link copied!

সর্বশেষ :