বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

এখন কি কসমেটিক সার্জারি করেছেন হানিয়া?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১১:০৩ পিএম

এখন কি কসমেটিক সার্জারি করেছেন হানিয়া?

হানিয়া আমির। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে আরেক গুঞ্জন ছড়িয়েছে। প্রেম কিংবা কাজ নিয়ে নয়, গুঞ্জনটা কসমেটিক সার্জারি নিয়ে। খবর সামার

এক পাকিস্তানি ত্বকবিশেষজ্ঞ বলছেন, নাক, ঠোঁট ও থুতনিতে সার্জারি করিয়েছেন এই আলোচিত অভিনেত্রী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, চিকিৎসাসংক্রান্ত বিষয় নিয়ে জনপরিসরে আলোচনা করা সমীচীন নয়।

একজন লিখেছেন, ‘কে কীভাবে সার্জারি করবেন, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কিছু নেই।’

তবে আসলেই হানিয়া কসমেটিক সার্জারি করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীসংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

অভিনেত্রী হিসেবে দর্শকমহলে দারুণ জনপ্রিয় তিনি। সম্প্রতি ‘কাভি মে কাভি তুম’ ধারাবাহিকে অভিনয় করে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশের দর্শকের মধ্যেও সাড়া ফেলেছেন তিনি।

সম্প্রতি সিএনএন হানিয়া আমিরকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’ হিসেবে নির্বাচিত করেছে। তাঁকে ‘দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Link copied!

সর্বশেষ :