বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

কোরআনের আয়াত বিকৃতির অভিযোগে আনিসুল হককে লিগ্যাল নোটিশ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:৪৩ পিএম

কোরআনের আয়াত বিকৃতির অভিযোগে আনিসুল হককে লিগ্যাল নোটিশ

আনিসুল হক। ছবি: সংগৃহীত

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এর বিরুদ্ধে কোরআনের আয়াত বিকৃত করে বই লেখার অভিযোগ এনে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তার লেখা "গদ্যকার্টুন" বইতে "ছহি রাজাকারনামা" নামে একটি অধ্যায়ে কোরআনের আয়াতগুলোকে বিকৃত করে উপস্থাপন করেছেন তিনি। নোটিশটি বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ তারিখে রেজিস্ট্রি ডাকযোগে আনিসুল হকের ঠিকানায় পাঠানো হয়।

লিগ্যাল নোটিশের বিশদ

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সাখাওয়াত হোসেনের পক্ষে লিগ্যাল সলিউশন চ্যাম্বারের স্বত্বাধিকারী আল মামুন রাসেলের মাধ্যমে এই নোটিশটি পাঠানো হয়। নোটিশে আনিসুল হককে আগামী ১০ দিনের মধ্যে বইটি বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসমক্ষে ক্ষমা চাওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বইয়ের বিষয়বস্তু ও অভিযোগ

নোটিশে অভিযোগ করা হয়েছে যে "গদ্যকার্টুন" বইয়ের "ছহি রাজাকারনামা" অধ্যায়ে কোরআনের বিভিন্ন আয়াতের বাংলা অনুবাদ বিকৃত করে উপস্থাপন করেছেন আনিসুল হক। উদাহরণস্বরূপ:

১. সুরা ফাতেহা: "সমস্ত প্রশংসা আল্লাহর" পরিবর্তে তিনি লিখেছেন, "সমস্ত প্রশংসা রাজাকারগণের।"

২. সুরা দুহা: আয়াতে বলা "আগের যুগের চেয়ে পরবর্তী যুগ উত্তম" পরিবর্তিত করে লিখেছেন, "রাজাকারদের জন্য অতীতের চাইতে ভবিষ্যত উত্তম।"

৩. সুরা নিসা: যেখানে বলা হয়েছে, "চারটি পর্যন্ত বিয়ে করতে পারো," তিনি লিখেছেন, "রাজাকারদের জন্য চারটি বিয়ে বৈধ, এবং দাসীদের ভোগ করতে পারবে।"

৪. সুরা নাবা: "পরহেজগারদের জন্য বাগবাগিচা, আঙ্গুর ও সুন্দরী তরুণী দেয়া হয়েছে " উল্লেখ থাকলেও তিনি বিদ্রুপ করে বিভিন্ন বিকৃত অর্থ যোগ করেছেন।

এছাড়াও বইয়ের অন্যান্য অংশে বিভিন্নভাবে কোরআনের আয়াত ও ভাষাকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আইনের দৃষ্টিতে অপরাধ

নোটিশে আনিসুল হকের এই রচনাকে দেশের ৯০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর অনুভূতিতে আঘাত করার শামিল বলে দাবি করা হয়েছে। এটি বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৫, ২৯৫ক ও ৫০০ ধারার অধীন শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক প্রভাব

কোরআনের মতো পবিত্র ধর্মীয় গ্রন্থ বিকৃতভাবে উপস্থাপন করায় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক এবং তার প্রকাশক অসংখ্য মুসলিমের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন এবং পবিত্র কোরআনকে অবমাননা করেছেন।লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে যে আনিসুল হক ভবিষ্যতে এমন কোনো রচনা বা প্রকাশনা থেকে বিরত থাকবেন যা কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে উপস্থাপন করে।

 

Link copied!

সর্বশেষ :