বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

শ্যামনগরে অনলাইন জুয়ার দুই মাস্টার এজেন্ট গ্রেফতার

শ্যামনগর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৫৩ এএম

শ্যামনগরে অনলাইন জুয়ার দুই মাস্টার এজেন্ট গ্রেফতার

অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার।

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের অনলাইন জুয়া ওয়ান এক্সবেট এর মাস্টার এজেন্ট আবু বাক্কার মাসুদ ও আব্দুর রহমান কে গ্রেফতার করেছে শ্যামনগর থানা পুলিশ।

এসময় ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালিয়ে যায় বিড়ালাক্ষী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে আনারুল, মৃত মনসুর মোল্লার ছেলে ওবায়দুল্লাহ, গণমুখীর ম্যানেজারের শফিউল আজম লাভলুর ছেলে বাবু।

থানাসুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচাজ মো হুমায়ুন কবির মোল্লার নির্দেশে এস আই তুহিন বাওয়ালি, এস আই মোস্তাক আহম্মাদ ও এ এস আই শেখ জামাল হোসেন সঙ্গীয় ফোস শুক্রবার ( ৩১ জানুয়ারি) বিকাল ৫ টায় নওয়াবেঁকী এলাকার ঝুড়ুবাড়ি খেলার মাঠ সংলগ্ন স্থান থেকে তাদের আটক করে।

আবু বাক্কার মাসুদ নওয়াবেঁকী বাজার কমিটির সেক্রেটারী মনিরুজ্জামান মনির ছেলে আর আব্দুর রহমান আটুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আখতারুজ্জামান লিটিল এর ছেলে। একটি নির্ভরশীল সূত্র জানায় অনলাইন জুয়ায় আবু বাক্কারের মাসিক ইনকাম প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা এবং আব্দুর রহমানের মাসিক ইনকাম প্রায় ৩ থেকে লাখ টাকা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এদের কঠোর শাস্তির ব্যবস্থা না করলে দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে এবং এলাকার সহজ সরল মানুষগুলোকে এই ফাঁদে ফেলে তাদের নিঃস্ব করে দিচ্ছে।এর ফলে অনেকে দোকানপাট, ভিটাবাড়ি, জমিজমা ইত্যাদি বিক্রয় করে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছে।

Link copied!

সর্বশেষ :