রাতের আধারে সিরাজগঞ্জের বেলকুচিতে `খাদ্য অধিদপ্তর ` এর ২০ বস্তা পরিত্যক্ত অবস্থায় থাকা চাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকায় আঞ্চলিক মহাসড়কের পাশে দুটি ভ্যান দেখতে পেয়ে চালগুলো জব্দ করা হয়।
নাগগাঁতী গ্রামের স্থানীয়রা জানান, সন্ধ্যায় ২০ বস্তা চাল নিয়ে সন্দেহজনক ভাবে দুটি ভ্যান যেতে দেখা যায়। ব্যাগের গায়ে ‘খাদ্য অধিদপ্তর` লেখা দেখে সন্দেহ আরো প্রবন হওয়ায় স্থানীয়রা দুটি ভ্যানকে থামায়। পরে ভ্যান চালক চাল ফেলে রেখেই পালিয়ে যায়। তৎক্ষনাৎ বিষয়টি পুলিশকে জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশ এসে চালের বস্তাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, সায়েদাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে খাদ্য অধিদপ্তরের ২০ বস্তা চাল পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করতে সক্ষম হয়। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল ছিলো।
ওসি জানান, চাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। জব্দকৃত চালের তালিকা করার পর আদালতে পাঠানো হবে এবং আদালতের রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সিরাজগঞ্জে `খাদ্য অধিদপ্তর` এর চাল চুরির চেষ্টা বিগত দিনেও হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে সিরাজগঞ্জের ভাড়া বাড়ি থেকে ১৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছিল র্যাব। এছাড়াও একই অপরাধ একই স্থানে বারংবার ঘটেছে। এর নেপথ্যে কারা রয়েছে তা খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে দিন দিন বেড়েই চলবে এই অপরাধ।
আপনার মতামত লিখুন :