চ্যানেল আই এর বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। আজ বুধবার ঢাকা মহানগরের অতিরিক্ত প্রধান হাকিম হাসিবুল হক এর আদালতে তিনি মামলাটি দায়ের করেন। আদালত আবেদনকারীর আবেদন গ্রহণ করে সিআইডি পুলিশকে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন।
অভিযোগে বলা হয়েছে, অভিযোগকারী চ্যানেল আইয়ে বিপণন ব্যবস্থাপক (ইভেন্টস) হিসেবে মাসে ১ লাখ টাকা বেতনে যোগ দেন। ২০১৪ সাল থেকে, তিনি সুনামের সাথে `স্বর্ণ কিশোরী` শো হোস্টিং এবং পরিচালনা করছেন। ২০১৮ সালে, কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলার অপরাধে তাঁকে বিনা নোটিশে নিষিদ্ধ করা হয়।
এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ করলে আসামিরা জানায় যে তাকে লিখিতভাবে চাকরিচ্যুত করার দিন পর্যন্ত তিনি মাসিক বেতন পাবেন। সেই অনুযায়ী, অক্টোবর ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত, মজুরি বকেয়া মোট ৭৯ লক্ষ টাকা।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে যে, শাইখ সিরাজ ও অন্যরা তার বেতন না দিয়ে তা আত্মসাৎ করেছে। তিনি বারবার আইনজীবীদের মাধ্যমে বেতন প্রদানের দাবিতে অভিযুক্তদের নোটিশ পাঠান, কিন্তু তারা নোটিশগুলির উত্তর দেননি বরং অভিযোগকারীকে হুমকি দেন এবং তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
আপনার মতামত লিখুন :