বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

২ হাজার কোটি টাকার মাদক চোরাচালানের মামলায় সিনেমা প্রযোজক গ্রেপ্তার

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ১০:১৯ পিএম

২ হাজার কোটি টাকার মাদক চোরাচালানের মামলায় সিনেমা প্রযোজক গ্রেপ্তার

জাফর সাদিকছবি: এক্স

দুই হাজার কোটি টাকার মাদক চোhttps://www.prothomalo.com/entertainment/bollywood/dtqrgvldfyরাচালানে জড়িত থাকার অভিযোগে তামিল প্রযোজক জাফর সাদিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। আজ শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনসিবির দাবি, ভারত থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক চোরাচালান চক্রের মূল হোতা জাফর সাদিক। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বলেন, জাফর সাড়ে ৩ হাজার কেজি সিউডোফেড্রিন অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন।

মূলত মেটাফেটামিন তৈরিতে সিউডোফেড্রিন ব্যবহার করা হয়। তিন বছরে আকাশপথে ও জাহাজে সিউডোফেড্রিনসহ আরও বেশ কিছু মাদক পাচারের জাল বিস্তৃত করেছেন তিনি।
মাদক পাচারের অর্থে ভারতের সিনেমা ও আবাসন খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন জাফর। তামিল ইন্ডাস্ট্রিতে চারটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এর মধ্যে একটি সিনেমা এই মাসে মুক্তির কথা রয়েছে।

সপ্তাহখানেক আগে ১৮০ কোটি রুপির সিউডোফেড্রিনসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেগুলো তাঁরা শ্রীলঙ্কায় পাচার করছিলেন। এরপরই জাফরের নাম সামনে আসে। এর পর থেকে তাঁকে খুঁজছিল পুলিশ।

Link copied!

সর্বশেষ :