বাংলাদেশ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১

গ্রেফতারের পর আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা মীম

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:২৬ এএম

গ্রেফতারের পর আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতার হামলার শিকার মানিকগঞ্জের ছাত্রলীগ নেতা মীম

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা মনিরুল হক মীমকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার রাত ১১টার দিকে রংপুরের পীরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ আদালতে তোলা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, মীমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

মামলার বিবরণ

গত ৪ আগস্ট শহীদ রফিক সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই হামলায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা জজ আদালতের আইনজীবী মুরাদ হোসেন মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রলীগ নেতা সামিউর রহমানসহ (ওরফে কম্পন) মোট ৯১ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মামলার মধ্যে মানিকগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং অন্যান্য নেতৃবৃন্দকে আসামি করা হয়।

পুলিশের অভিযান ও গ্রেপ্তার

পুলিশের একটি গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রলীগ নেতা সামিউর রহমান পালিয়ে রংপুরের পীরগঞ্জ এলাকায় আশ্রয় নেন। পুলিশ গত বুধবার বিকেলে পীরগঞ্জের ডা. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ও পীরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

আদালতে হামলার ঘটনা

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মীমকে তোলার সময় বিক্ষুব্ধ জনতা আদালতের সামনে জড়ো হয়ে মীমের প্রতি ডিম নিক্ষেপ এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর এস এম সুলতান মাহমুদ জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ মীমকে আদালতের ভেতরে নিয়ে যায়। পরে সেনা সদস্যরা এসে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করেন।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার পরিচয়

মনিরুল হক মীম, বয়স ২৬ বছর, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

Link copied!

সর্বশেষ :