রংপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন। গত ১৩ জুলাই তিনি এই পরীক্ষায় অংশ নেন। আজ সোমবার বিকেলে প্রকাশিত ফলাফলে জানা যায় তিনি ইবতেদায়ি শিক্ষক (সাধারণ) হিসেবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় তাঁর রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭।
আবু সাঈদ এর পরিবারের শোক
আবু সাঈদের বড় ভাই রমজান আলী জানান, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন সাঈদ। স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং পরে খালাশপীর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০১৮ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও তিনি জিপিএ-৫ পান। এরপর ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন।
রমজান আলী আরো বলেন, "আবু সাঈদের ইচ্ছা ছিল পড়াশোনা করে ম্যাজিস্ট্রেট হওয়ার। কিন্তু সংসারের অভাব দূর করতে তিনি ইবতেদায়ি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পাস করলেও তিনি নিজে দেখে যেতে পারলেন না এই সাফল্য।"
আবু সাঈদ এর নৃশংস মৃত্যু
গত ১৬ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে চলছিল আন্দোলনটি এবং আবু সাঈদ ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ফটকটির নামকরণ করেন "শহীদ আবু সাঈদ গেট"।
এনটিআরসিএ ফলাফল প্রকাশ
এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে। তবে এই পরীক্ষায় আর বসা হবে না আবু সাঈদের।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল
এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় ৩ লাখ ৪৮ হাজার ৬৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন।
আপনার মতামত লিখুন :