প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:০৪ এএম
টেনেসির ক্লার্কসভিলে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রচণ্ড বৃষ্টি ও বন্যার কারণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে অনেক এলাকা প্লাবিত হয়েছে এবং বাড়ি-ঘর ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) এই তথ্য জানানো হয়েছে।
কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, তার রাজ্যে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একজন মা ও তার সাত বছরের শিশু এবং ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। গভর্নর বেসিয়ার বলেন, বন্যার পানিতে আটকা পড়া শত শত মানুষ ও গাড়িতে আটকে থাকা অনেককে উদ্ধার করা হয়েছে। তিনি বাসিন্দাদের রাস্তায় বের না হতে সতর্ক করেছেন।
কেন্টাকির কিছু অংশে ৬ ইঞ্চি (১৫ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে “ব্যাপক বন্যা” হয়েছে এবং প্রায় ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বেসিয়ার।
জর্জিয়ায় একটি গাছ উপড়ে পড়ে একটি বাড়ির ওপর ভেঙে পড়লে বিছানায় শুয়ে থাকা এক ব্যক্তি নিহত হন।
বিবিসি বলছে, বৃষ্টি ও বন্যার জেরে সবচেয়ে বেশি মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনা কেন্টাকিতে ঘটেছে। উল্লেখ্য, এই অঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য গত বছরের সেপ্টেম্বরে হারিকেন হেলেনের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আপনার মতামত লিখুন :