বাংলাদেশ রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে ২০৫ ভারতীয় অভিবাসী বহিষ্কার, ট্রাম্পের কঠোর অবস্থান

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:১৩ এএম

যুক্তরাষ্ট্র থেকে ২০৫ ভারতীয় অভিবাসী বহিষ্কার, ট্রাম্পের কঠোর অবস্থান

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করা ২০৫ জন ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সামরিক উড়োজাহাজে ভারতীয়দের ফেরত পাঠানো

·        যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে সামরিক উড়োজাহাজ সি-১৭ তে করে প্রবাসীদের ফেরত পাঠানো হয়েছে।

·        ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের পর নয়াদিল্লির সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

·        এটি ট্রাম্পের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বড় অভিবাসন পদক্ষেপ।

ট্রাম্পের অভিবাসন নীতি ও ভারতের প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের ফেরত পাঠাচ্ছেন। এর আগে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসের অভিবাসীদেরও সামরিক উড়োজাহাজে করে দেশে পাঠানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের বৈধ প্রত্যাবর্তনের বিষয়ে নয়াদিল্লির আপত্তি নেই।

মোদির যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপট

·        ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

·        এ সফরের আগেই ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি সামনে এলো।

·        ট্রাম্প বলেছেন, মোদি তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেবে।

১৮ হাজার ভারতীয় চিহ্নিত

নিউইয়র্কভিত্তিক ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে ১৮,০০০ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

Link copied!

সর্বশেষ :