বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০৬:১৮ পিএম

পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ৪ উইকেট নেয়া ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের ঝুলিতে উঠলো আরো এক সম্মাননা। তেলেঙ্গানা রাজ্য পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) পদে নিযুক্ত করা হয়েছে তাকে। তেলেঙ্গানা পুলিশের ডিজিপি জিতেন্দ্রের সঙ্গে দেখা করে গতকাল আনুষ্ঠানিকভাবে এই পদ গ্রহণ করেন সিরাজ।

 

এ বছর জুন মাসে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে সিরাজকে তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভনাথ রেড্ডি একটি সরকারি চাকরি ও একটি প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সিরাজকে দেওয়া হয়েছে ডিএসপি পদ এবং হায়দরাবাদের জুবিলি হিলস এলাকায় ৬০০ বর্গফুটের একটি প্লট।

 

মোহাম্মদ সিরাজ ভারতের শীর্ষ ফাস্ট বোলারদের একজন। তিনি এখন পর্যন্ত দেশের হয়ে ২৯ টি টেস্ট, ৪৪ টি ওয়ানডে এবং ১৬ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন এবং তার ঝুলিতে আছে যথাক্রমে ৭৮, ৭১ এবং ১৪ উইকেট। ২০১৭ সালে তেলেঙ্গানার স্থানীয় ছেলে সিরাজের অভিষেক ঘটে ভারতের জাতীয় দলে এবং তার পরের বছরই টেস্ট দলে স্থান করে নেন।

 

তেলেঙ্গানা প্রশাসন বিশেষ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সিরাজকে ডিএসপি পদে নিয়োগ দিয়েছে। সাধারণত এই পদে যোগ দেওয়ার জন্য ন্যূনতম ডিগ্রি প্রয়োজন হয়। তবে সিরাজ কেবল মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন। তবুও তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে দেশের ক্রীড়া ব্যক্তিত্বদের অনুপ্রাণিত করার জন্য।

 

এর আগে মহেন্দ্র সিং ধোনি, কপিল দেব ও শচীন টেন্ডুলকারকেও ভারতের নিরাপত্তা বাহিনীতে সম্মানসূচক পদ দেওয়া হয়েছিল। যদিও তাঁরা সেই পদে পেশাদারভাবে কাজ করেননি।

 

Link copied!

সর্বশেষ :