বাংলাদেশ মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

মালিতে সোনার খনি ধসে প্রাণহানি ৪৮

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫৯ পিএম

মালিতে সোনার খনি ধসে প্রাণহানি ৪৮

মালিতে পরিত্যক্ত স্বর্ণ খনিতে ধস, নিহত অর্ধশতাধিক

মালির পশ্চিমাঞ্চলে একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খনিটি ধসে পড়ে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় সেখানে কাজ করা শ্রমিকদের মধ্যে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন, যার পিঠে ছোট্ট একটি শিশুও বাঁধা ছিল।

স্থানীয় এক সরকারি কর্মকর্তাও খনিধসের ঘটনা নিশ্চিত করেছেন। ‘কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি। তবে দেশটিতে বহু অবৈধ খনি রয়েছে, যা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হয়। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।

পরিবেশবিদদের মতে, যেসব খনি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়, সেগুলোতে স্থানীয় শ্রমিকরা ঝুঁকি নিয়ে সোনা সংগ্রহ চালিয়ে যান। ধসে পড়া খনিটিও আগে চীনের একটি কোম্পানি পরিচালনা করত, তবে সেটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল।

বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

Link copied!

সর্বশেষ :