ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নেয়। রাজ্যের সহিংস পরিস্থিতি ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২১ মাসের সংঘাত, শতাধিক নিহত
মণিপুরে প্রায় ২১ মাস ধরে চলা জাতিগত সংঘাতে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সংঘর্ষে শত শত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়। দীর্ঘ অস্থিরতার পর গত রোববার (৯ ফেব্রুয়ারি) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন।
মুখ্যমন্ত্রীর পদত্যাগের পেছনের কারণ
বীরেন সিং রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরদিন সোমবার, বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই তিনি সরে দাঁড়ান। ধারণা করা হচ্ছিল, বিজেপির বিধায়কেরাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন।
দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক
রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লিতে তলব করা হয় বীরেন সিংকে। এই বৈঠকে বিজেপি ও নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) ১৪ জন বিধায়ক অংশ নেন।
বিশ্লেষকরা মনে করছেন, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই তিনি পদত্যাগ করেন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি জানান, মণিপুরে ফিরে তিনি পদত্যাগ করবেন।
মণিপুরের ইতিহাসে রক্তক্ষয়ী অধ্যায়
ভারতের ইতিহাসবিদ ও সাংবাদিকদের মতে, বীরেন সিংয়ের শাসনকাল মণিপুরের অন্যতম রক্তক্ষয়ী সময় হিসেবে চিহ্নিত হতে চলেছে। টানা সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের কারণে রাষ্ট্রপতির শাসন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :