বাংলাদেশ রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

ইলন মাস্ক ও অধ্যাপক ইউনূসের ফোনালাপ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৭:১৮ এএম

ইলন মাস্ক ও অধ্যাপক ইউনূসের ফোনালাপ

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক: ছবি সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ফোনালাপ করেছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এই আলোচনা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই) পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) মালিক।

অধ্যাপক ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ফোনালাপের বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।

বর্তমানে অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিচ্ছেন। ফোনালাপে কী আলোচনা হয়েছে, তা নিয়ে সবার কৌতূহল থাকলেও এখনো বিস্তারিত জানা যায়নি।

Link copied!

সর্বশেষ :