বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বাতাসের শীর্ষ তালিকায় উঠে এসেছে আমেরিকার হিউস্টন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। ৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে হিউস্টন। দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং (১২ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের বের্ন (১৭ পয়েন্ট)।
বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ সচেতনতা, উন্নত নীতিমালা এবং আধুনিক প্রযুক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে এসব শহর বায়ুর মান উন্নত রাখতে পেরেছে।
অন্যদিকে, দূষিত শহরের তালিকায় ২৫৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাংলাদেশের ঢাকা ২৫১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (২৪৩ স্কোর)।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোর ভালো বায়ুর মান নির্দেশ করে। ৫১-১০০ মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১-১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ স্কোর সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিশুদ্ধ বায়ুর শীর্ষে থাকা শহরগুলো দূষণ নিয়ন্ত্রণে অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, দূষিত শহরগুলোর উচিত উন্নত পরিবেশ নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে বায়ুদূষণ মোকাবিলা করা।
আপনার মতামত লিখুন :